৪ শর্তে ‘এ’ লেভেলে ভর্তি পরীক্ষার অনুমতি

Dhaka, Sun. 20 Dec. 2020 3:59 PM, General

চার শর্তে ব্রিটিশ কাউন্সিলের অধীনস্থ ‘এ’ লেভেল এবং জিসিএসই পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। স্বাস্থ্যবিধি মেনে ইংলিশ মিডিয়ামের এ পরীক্ষা আগামী ১ জানুয়ারি থেকেই শুরু করতে বলা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে ব্রিটিশ কাউন্সিলে চিঠি পাঠানো হয়েছে। চার শর্ত: ১. স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। ২. সারাদেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর বেশি পরীক্ষা নেওয়া যাবে না এবং প্রতিজন শিক্ষার্থীকে ৬ ফুট দূরে বসাতে হবে। ৩. পরিস্থিতি বিবেচনায় যেকোনও সময় সরকার পরীক্ষা গ্রহণের অনুমতি বাতিল করতে পারবে। ৪. পরীক্ষা চলাকালে কোনও পরীক্ষার্থী কোভিড-১৯ আক্রান্ত হলে ব্রিটিশ কাউন্সিলকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে। কন্টেন্ট ক্রেডিট: https://www.somoynews.tv/